মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

IDM registration করুন একদম ফ্রী,ব্যবহার করুন আজীবন

IDM আমার দেখা সবচেয়ে সেরা ডাউনলোড ম্যনেজার । আমি FDM, orbit downloader, ব্যবহার করেছি কিন্তু IDM এর মত উন্নত ডাউনলোডার আর দেখিনি । ইন্টারনেট ব্যবহার করে কিন্তু IDM ব্যবহার করে না এমন লোক খুব কমই আছে ।এর সাহায্যে যে কোন ফাইল খুব দ্রুত ডাউনলোড করা যায় । এছাড়াও এটি ফাইল রিজিউম,সিডিউল ডাউনলোড , ইউটিউব ডাউনলোড সাপোর্ট করে । কিন্তু সবচেয়ে বড় অসুবিধা এটি ফ্রী নয় । এই জন্যই পোষ্টটি দেওয়া।আশাকরি সবাই উপকৃত হবেন।
এ জন্য প্রথমেই আপনাকে http://www.mediafire.com/?sll6p5d4ucxgdy7 থেকে ৫.১৪mb এর rar ফাইল টি ডাউনলোড করতে হবে।এর পর rar ফাইল টিকে Extract করলে একটি ফোল্ডার তৈরি হবে।ফোল্ডার এর ভিতরের read me টি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।অতঃপর IDM টি ইনিস্টল করতে হবে।idm ইন্সটল হলে টাস্ক বাড়ে যে আইকন আসবে তাতে right click করে exit করতে হবে।এখন extract করার ফলে যে ফোল্ডার তৈরি হয়েছে তার ভিতর patch নামক ফোল্ডার এর ভিতর IDMan application টি copy করে local disk(c:)>program file>Internet Download manager এর ভিতর past করুন।এর পর IDM open করে Registation button এ click করে ছক টি পুরন করতে হবে।সিরিয়াল কি এর যায়গায় read me থেকে প্রাপ্ত সিরিয়াল কি টি past করে ok করতে হবে।তাহলে আপনার IDM টি registered হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন