সুজাতাকে ভালোবাসতাম আমি —
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাব
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
... আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না
তোমাকে আসতেই হবে একদিন প্রিয়তমা
ধরণীর ধূম্রজালে ধর্ষিত পঙ্কিল বক্ষে,
তুমিই জাগাবে সূর্যরশ্মির নব উত্তোরণ।।
জোস্নালোকে ভিজে ভিজে আমার বুকেই বুক ঘষতে হবে তোমার
কারণ প্রিয়তমা, মাত্র তোমারই জন্যে
আমি যে আমৃত্যু অপেক্ষমান।।
বলার ছিলো অনেক কিছুই...বলতে পারিনা...
অনেক কিছুই দেখতে পারি সইতে পারিনা...
মুখ খুলতে গেলেই অনেক বাধা...
কিছুই করতে পারিনা......
এই দেশেতে থাকতে গেলে...
অন্ধ কানুন মানতে হবে...
এই কথাটাই মানতে পারিনা...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার.
এইতো সে দিন আমি দু হাত ভরে ভালোবাসা নিয়ে এসেছিলাম,
বহু দিনের তৃষিত হৃদয় নিয়ে,তোমার ভালোবাসার জলে ভিজঁবো বলে....
সময় চলে গেছে অনেক সময়ের নিয়মে
আমি পরে আছি নিছক জীবন ধাঁধার ফাঁদে...
যা হাড়িয়েছি তা আর পাবোনা ফিরে
এই ভেবে মন আজ শুধু অঝোড়ে কাঁদে...
... এলো মেলো মনে হয় সবই , দুচোখের সিমানায়
ভুলে জড়ানো কিছু কথা মনেতে উঁকি দিয়ে যায়...
হাড়ানোর ছিলোনা যা,হাড়িয়েছি তা অবলিলায়
পেয়েছি অনেক কিছুই যা ছিলোনা কখনো চাওয়ায়...
আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমারআঙুলে আজ সুর এসেছে,নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণতোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?
শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী!
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে। বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন।
সঁপিয়া তোমার 'পরে নূতন মহিমা
... অমর করেছে শিল্পী তোমার প্রতিমা।লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
তোমারে দুর্লভ করি করেছে গোপন।
পড়েছে তমার 'পরে প্রদীপ্ত বাসনা -
অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
... ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক,
হাতে এখনো দুর্জয় রাইফেল,
রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ,
আজ এখন সীমান্তের প্রহরী আমি।
আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ,
... স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠিঃ
কিছুতেই বুঝি না কী ক'রে এড়াব তাকে
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাব
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
... আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না
তোমাকে আসতেই হবে একদিন প্রিয়তমা
ধরণীর ধূম্রজালে ধর্ষিত পঙ্কিল বক্ষে,
তুমিই জাগাবে সূর্যরশ্মির নব উত্তোরণ।।
জোস্নালোকে ভিজে ভিজে আমার বুকেই বুক ঘষতে হবে তোমার
কারণ প্রিয়তমা, মাত্র তোমারই জন্যে
আমি যে আমৃত্যু অপেক্ষমান।।
বলার ছিলো অনেক কিছুই...বলতে পারিনা...
অনেক কিছুই দেখতে পারি সইতে পারিনা...
মুখ খুলতে গেলেই অনেক বাধা...
কিছুই করতে পারিনা......
এই দেশেতে থাকতে গেলে...
অন্ধ কানুন মানতে হবে...
এই কথাটাই মানতে পারিনা...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার.
এইতো সে দিন আমি দু হাত ভরে ভালোবাসা নিয়ে এসেছিলাম,
বহু দিনের তৃষিত হৃদয় নিয়ে,তোমার ভালোবাসার জলে ভিজঁবো বলে....
সময় চলে গেছে অনেক সময়ের নিয়মে
আমি পরে আছি নিছক জীবন ধাঁধার ফাঁদে...
যা হাড়িয়েছি তা আর পাবোনা ফিরে
এই ভেবে মন আজ শুধু অঝোড়ে কাঁদে...
... এলো মেলো মনে হয় সবই , দুচোখের সিমানায়
ভুলে জড়ানো কিছু কথা মনেতে উঁকি দিয়ে যায়...
হাড়ানোর ছিলোনা যা,হাড়িয়েছি তা অবলিলায়
পেয়েছি অনেক কিছুই যা ছিলোনা কখনো চাওয়ায়...
আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমারআঙুলে আজ সুর এসেছে,নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণতোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?
শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী!
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে। বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন।
সঁপিয়া তোমার 'পরে নূতন মহিমা
... অমর করেছে শিল্পী তোমার প্রতিমা।লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
তোমারে দুর্লভ করি করেছে গোপন।
পড়েছে তমার 'পরে প্রদীপ্ত বাসনা -
অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
... ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক,
হাতে এখনো দুর্জয় রাইফেল,
রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ,
আজ এখন সীমান্তের প্রহরী আমি।
আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ,
... স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠিঃ
কিছুতেই বুঝি না কী ক'রে এড়াব তাকে
জটিল বিষয়!!!
উত্তরমুছুন