বুধবার, ২৭ জুলাই, ২০১১

মাইক্রোপ্রসেসর ক্লাস ; TK mam ও আমরা কয়েকজন আবাল

শিক্ষিকা ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা খাতা-কলম হাতে ধরে রেডি, হুইসেলের অপেক্ষায় সবাই। শিক্ষিকা অতি যত্নসহকারে হোয়াইট বোর্ডটির উপর তার হাতে থাকা রিমুভারটি ঘষলেন। বোর্ড এখন ফকফকা। লিখা শুরু......


8086 প্রসেসরের পিন এর কাজ :
.............
.................
....................
..........................
....................................

8086 প্রসেসরের Interrupt :

.............
.................
....................
..........................
....................................

Digital Interfacing :
.............
.................
....................
..............................................


উফফফ......এত্ত কিছু কি একদিনে শেখা যায় !!!!!!!

এবার শিক্ষিকা ঘুরলেন। বললেন, এই গুলা ত বুঝছ, তাই না। শিক্ষার্থীরা যেনো সম্মতিসূচক মাথা নাড়ালেন। শিক্ষিকা আবার ঘুরলেন এবং তার হাতে থাকা কালো দাগ অঙ্কনকারী বস্তুটিকে দিয়ে বোর্ড এর উপর সাইক্লোন শুরু করে দিলেন। শিক্ষার্থীরাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে ম্যাডামের সাথে পাল্লা দিতে নেমে পড়লো।

মিনিট ৩০ এর পর, সব শান্ত হলো। সবাই ক্লান্ত, কিন্তু মুখে প্রশান্তির হাসি।

শিক্ষিকা হাসছেন কারণ তিনি এত্তগুলো বিষয় একদিনে শিখিয়ে ফেললেন।

আর শিক্ষার্থী হাসছেন, কারণ পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখার জন্য এখন আর তাকে বইয়ে দেওয়া প্রতিটি প্রসেসর এর ডেসক্রিপশন পড়তে হবে না, কারণ ম্যাডাম তো তার শিক্ষাজীবনে করা নোটখাতা থেকে দেখে দেখে পয়েন্ট আকারে প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছেন। আর কি লাগে !!!

কিন্তু, একটি হাবাগোবা এবং পরীক্ষাতে ৬০ এর মধ্যে বার বার ৩০-৩৯ পাওয়া বেকুব ছাত্র (আমি) মাথা চুলকায়ে ভাবলো, আজ কি রাস্তা ভুল করছি নাকি !! আমি তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলাম, আমারতো ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করার কথা ছিলো !! নাহ, হিসাব তো মিলছে না।

যাই হোক, শিক্ষিকা ক্লাস টেস্টের শিডিউল দিয়ে  চলে গেলেন।

আর শিক্ষার্থীরা গুনগুন করতে থাকলো, ইঞ্জিনিয়ার হওয়া কি এতই সহজ। কত পড়তে হয় !! কত প্রশ্ন, কত উত্তর !!

এবার সেই বেকুব ছেলেটির সাথে অন্যদের মতের মিল হলো, কারণ বেকুব ছেলেটিও মনে মনে এই কথাগুলোই আওড়াতে আওড়াতে ক্লাস থেকে বের হয়ে একটু eye exercise করে বাড়ির পথে রওনা হলো। আর যাবার পথে বললো, "এ সবই আমার কপাল। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তাছি।"
.


নিতীকথা :   ইঞ্জিনিয়ার হবার জন্য শুধু শিট পরলে ই হই না। বই ও পরতে হই ।

1 টি মন্তব্য: