একটা বিশাল আকাশ, সেই আকাশে একটা চাঁদ, সাথে নিয়ে বহু তারা, সেই তারা ভরা আকাশের নিচে আমি ও আমার প্রিয় মানুষ গুলি,আমার ভাল লাগা সবুজ গাছ, আমার প্রিয় বই, আমার একান্ত ডায়েরি, এই নিয়ে ই আমার পৃথিবী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন