আমি অবাক বিস্ময়ে
তাকিয়ে
রই!
আমার নাকের দু পাশের ধমনীতে রক্ত চলাচল বেরে যায় ।
কতটা নির্ভীকতায়, নির্বিকারে, মাঝ পথ ধরে হেটে যাও তুমি,
ততটা প্রসন্নতায় তার জীবন কেন কাটেনা, কেন সে হাটে না,
কেন হাটে না, কেন হাসে না, কেন দেখে না, কেন বুঝে না?
বোকা সে, নিজেকে অবশেষে খোঁজে পায় কোন অদ্ভুত ভাগাড়ে!
আমার এ সব ই ভাল্লাগেনা! সমতল ভূমিতে কৃএিম এসব মালভূমি
আমার ভাল্লাগেনা! নিজেকে লাভার কিট মনে হয়।
হয় এ উপত্যকায় তুমুল বৃষ্টি আসুক, নতুবা বুলডুজার।
হে বিলাসিনী, তুমাকে ই বেছে নিতে হবে।
আমার নাকের দু পাশের ধমনীতে রক্ত চলাচল বেরে যায় ।
কতটা নির্ভীকতায়, নির্বিকারে, মাঝ পথ ধরে হেটে যাও তুমি,
ততটা প্রসন্নতায় তার জীবন কেন কাটেনা, কেন সে হাটে না,
কেন হাটে না, কেন হাসে না, কেন দেখে না, কেন বুঝে না?
বোকা সে, নিজেকে অবশেষে খোঁজে পায় কোন অদ্ভুত ভাগাড়ে!
আমার এ সব ই ভাল্লাগেনা! সমতল ভূমিতে কৃএিম এসব মালভূমি
আমার ভাল্লাগেনা! নিজেকে লাভার কিট মনে হয়।
হয় এ উপত্যকায় তুমুল বৃষ্টি আসুক, নতুবা বুলডুজার।
হে বিলাসিনী, তুমাকে ই বেছে নিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন