বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

শান্তির নীড়


এইখানে; এই গাঁও গেরামের ধারে, পানা ভরা জলার পাড়ে,
হোদলা কাদায়, হিজল গাছের তলায়,
নির্জনতা আছে, শান্তি আছে।

ফসলি জমি দিয়ে ঘেরা এক একটা দূরতম দ্বীপের মত গ্রামে,
অসংখ্য নক্ষত্রের নীচে, তেতুল বনের ফাকে,
জীবনের আলো আছে।

বড় বড় নগরীগুলো আরো বড় হবে, আরো আলোকদায়ী হবে,
মানুষের জীবন সরলীকরণের নামে আরো জটিলীকরণ হবে,
তবু আমার হৃদয় রবে পরে এই পাড়াগায়ে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন