মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

ইদানীং দিন রাত্রি

ঘুমিয়ে আছে বিশ্ব চরাচর, 
 এমনকি এই ব্যস্ত শহর,
 শুধু জেগে থাকে আমার এ দু-চোখ, রাত্রি নিশ্চুপ
সঙ্গী থাকে হেমন্তের রাত, আর ওই তৃতীয়ার চাঁদ ।